রাষ্ট্রপুঞ্জ: সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সারা বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ২৩ নম্বরে ভারত। রাষ্ট্রপুঞ্জের টেলিযোগাযোগ সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) দ্বিতীয় বিশ্ব সাইবার নিরাপত্তা সূচক প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে, ভারত এক্ষেত্রে উপরের দিকেই আছে। ভারতের সংগৃহীত পয়েন্ট ০.৬৮৩। ভারতকে সাইবার নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া ৭৭টি দেশের তালিকার মধ্যেই রাখা হয়েছে। ০.৯২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর।
সাইবার নিরাপত্তা সূচকের রিপোর্ট অনুযায়ী, ৩৮ শতাংশ দেশে সাইবার নিরাপত্তা নিয়ে পরিকল্পনা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকাঠামো রয়েছে। ১২ শতাংশ দেশের সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। কিন্তু বাকি দেশগুলি এখনও এ বিষয়ে সচেতন নয়। সেই দেশগুলিকেও সাইবার নিরাপত্তার জন্য জাতীয় নীতির কথা ভাবতে হবে।
আইটিইউ-এর মহাসচিব হাউলিন ঝাও বলেছেন, ‘গত ২৭ জুন বিশ্বজুড়ে সাইবার হানার যে প্রভাব পড়েছে, সেটা হয়তো পুরোপুরি এড়ানো যাবে না। তবে সাইবার হামলা রোখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই থাকা উচিত।’
Article by channel:
Everything you need to know about Digital Transformation
The best articles, news and events direct to your inbox
Read more articles tagged: Cyber Security